‘বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে না খেললে তা হবে আত্মসমর্পণ করা’

ই-বার্তা ডেস্ক।।  সম্প্রতি কাশ্মীরের পুলওয়ামায় এক হামলার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত ও পাকিস্তানের সম্পর্ক।  ভারতজুড়ে সর্বস্তরের মানুষ ও তারকাদের সঙ্গে হামলার প্রতিবাদে শামিল হয়েছেন ক্রিকেটাররাও।  বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ বয়কট করার দাবি জানিয়েছেন অনেক সাবেক ক্রিকেটারই।  

তবে পাকিস্তানের সঙ্গে সম্ভাব্য ম্যাচ বয়কটের এমন পরিকল্পনার ঘোর বিরোধিতা করেছেন ভারতের কংগ্রেস দলের নেতা শশী থারুর।  সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক বার্তায় শশী থারুর বলেন, ‘মনে রাখা দরকার, ১৯৯৯ সালে কারগিলে যুদ্ধের চরম মুহূর্তেও পাকিস্তানের বিপক্ষে খেলেছিল ভারত।  তখনো সেটা ছিল বিশ্বকাপ ম্যাচ।  ইংল্যান্ডেই হয়েছিল ম্যাচটা।  সেই ম্যাচে আমরা তাদের হারিয়ে দেখিয়ে দিয়েছিলাম।  এবার পাকিস্তানের বিপক্ষে না খেললে তা কেবল মূল্যবান দুটি পয়েন্ট খোয়ানোই হবে না, বরং আত্মসমর্পণ করার চেয়েও খারাপ হবে।  হবে অনেকটা বিনা লড়াইয়ে পরাজয় স্বীকার করে নেওয়ার মতো।’

টুইটে সঙ্গে ১৯৯৯ সালে অনুষ্ঠিত সেই ভারত-পাকিস্তান ম্যাচের স্কোরকার্ডটাও দিয়েছেন শশী।  তবে টুইটারে নিজের মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত হচ্ছেন তিনি। 

নানা আলোচনার মাঝেই টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে ম্যাচ নিয়ে বোর্ড যে সিদ্ধান্ত দেবে, সেটা মেনে নেবে ভারতীয় দল। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু