বিশ্বকাপ নিয়ে শংকায় স্টিভ স্মিথ

ই-বার্তা ডেস্ক ।।    বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ষষ্ঠ আসরে প্রথমবারের মত খেলতে এসেছিলেন অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ।  তার মত তারকা ক্রিকেটারকে খেলানোর জন্য টুর্নামেন্টের নিয়ম পর্যন্ত পরিবর্তন করেছে বিপিএল কমিটি।  কিন্তু মাত্র ২ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে সার্ভিস দিয়েই ভাগ্যের মারপ্যাচে চোটের কারণে ১০ জানুয়ারি রাতেই নিজ দেশ অস্ট্রেলিয়া উদ্দেশ্যে রওনা করেন স্মিথ।

সম্ভাবনা ছিলো খুব তাড়াতাড়ি বিপিএলে ফেরার। কিন্তু সেটার বদলে হাতে করাতে হচ্ছে অস্রপাচার। সেকারণেই আর বিপিএল খেলা হচ্ছে না এই তারকা ক্রিকেটারের। 

শুধু বিপিএল না তার খেলা হচ্ছে না আইপিএল, পিএসেলেও।  অস্রপাচারের জন্য স্মিথকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।  আগামী মার্চে তার নিষেধাজ্ঞার সময় শেষ হলেও এই চোট তার জাতীয় দলে ফেরার অপেক্ষা আরো দীর্ঘায়িত করতে পারে।

ই-বার্তা/মাহারুশ হাসান