‘বিষণ্ন জোকারের হাসি’ নিয়ে বইমেলায় সুজন সুপান্থ

সুজন সুপান্থ’র তৃতীয় কবিতার বই ‘বিষণ্ন জোকারের হাসি’। অমর একুশে গ্রন্থমেলায় বইটি প্রকাশ করেছে প্রিয়মুখ প্রকাশন ।

০৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকেই বইটি মেলার প্রিয়মুখের স্টলে পাওয়া যাচ্ছে। বইমেলায় স্টল নম্বর ৩৩২–৩৩২। বইটির প্রচ্ছদ করেছেন মাহফুজ রহমান। বইটির মূল্য রাখা হয়েছে ১৬০ টাকা।

এর আগে কবিতায় পাখিদের নিয়ে অসাধারণ চিত্রকল্প তৈরি করেছিলেন কবি। ২০১৩ সালে তার প্রথম কবিতার বই ‘বুকের ভেতর বাবুই–বাসা’ ও ২০১৪ সালে ‘পাখিদের রাশিফল’ নামে দু’টি বই প্রকাশ হয়। এরপর প্রায় তিন বছর সময় নিয়ে এবার কবির তৃতীয় কবিতার বই প্রকাশিত হলো।

তার কবিতায় রয়েছে শৈশবের প্রতি দুর্নিবার টান। এই বইয়ে মাকে নিয়ে বেশ কয়েকটি কবিতা লিখেছেন।

বিষণ্ন জোকারের হাসি বইটি নিয়ে সুজন সুপান্থ বলেন, দ্বিতীয় বই প্রকাশের পর প্রায় তিন বছর সময় নিয়েছি। এবার পাখি-ঘোর থেকে বেরিয়ে আসতে চেয়েছি। বইটিতে দু’টি সিরিজ কবিতাসহ মোট ৪২টি কবিতা রয়েছে। পাঠকদের এবার নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছি।

বিষণ্ণ জোকারের হাসি বইয়ের কবিতাগুলোর মধ্যে রয়েছে- বাবার প্রেমিকা, সিঁদুরবিক্রেতার গল্প, মুখোশের মুখ, উড়ন্ত সন্ধ্যার স্মৃতি, স্মৃতিহীন মানুষের সুর, প্রেম ও বহুবিধ নির্জনতা, শায়রা বানু, ডার্ক স্কারলেট শাড়ি, মা’র চোখ, চুমু কিংবা হাওয়াই মিঠাই, স্মৃতিকুহুনাচ, ভেসে যাওয়া কথা, অবরোধমুখরিত দিনে।

ই-বার্তা /এসএস