বুরকিনা ফাসোতে জিহাদী হামলায় ১১ জন নিহত

ই-বার্তা ডেস্ক।।    মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) পশ্চিম আফ্রিকান দেশ বুরকিনা ফাসোর উত্তরে মালি সীমান্তের কাছে জিহাদিদের হামলায় ১৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

দেশটির রাজধানী উয়াগাদুগুতে জি-৫ সাহেলের আওতাধীন পাঁচটি দেশ- বুরকিনা ফাসো, চাদ, মালি, মৌরিতানিয়া এবং নাইজারের শীর্ষ সম্মেলন চলাকালে এ হামলা হয়।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল লামোসা ফোফানা বিবৃতিতে বলেন, জিহাদি হামলায় ১৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলার পরপরই জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী কাইন শহর, লোরাম প্রদেশের উত্তরের বানহ এবং কসি প্রদেশের উত্তর-পশ্চিমের বম্বোরো এলাকায় অভিযান চালায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, সেনাবাহিনী উত্তরাঞ্চলের তিনটি প্রদেশে অভিযান চালিয়ে প্রায় ১৪৬ জঙ্গিকে প্রতিহত করতে সক্ষম হয়েছে।

ই-বার্তা/ মাহারুশ হাসান