বুরকিনা ফাসোয় স্বর্ণখনির শ্রমিকদের উপর হামলায় নিহত ৩৭

ই-বার্তা ডেস্ক।।  আফ্রিকার পশ্চিমাঞ্চলের দেশ বুরকিনা ফাসোয় স্বর্ণখনির শ্রমিকদের বহনকারী একটি বাসে হামলা চালিয়ে ৩৭ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা।  

আল জাজিরা জানিয়েছে, হঠাৎ পাঁচটি বাসে হামলার ঘটনা ঘটে।  খনি থেকে ওই স্থানের দূরত্ব ৪০ কিলোমিটার।

এদিকে পুলিশ জানিয়েছে, কারা হামলা চালিয়েছে সেটি এখনো বলা সম্ভব হচ্ছে না। ৩৭ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ৬০ জন। রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রথমে একটি বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তারপর এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে।  

রাস্তা দিয়ে যাওয়া সামরিক বাহিনীর গাড়িও তাদের টার্গেট ছিল বলে মনে করছে দেশটির প্রশাসন।  তবে হামলার জন্য কেউ দায় স্বীকার করেনি।  কিন্তু ধারণা করা হচ্ছে এটি জঙ্গিদের কাজ।  

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর ধরে দেশটিতে জঙ্গিদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু