বুরকিনা ফাসোয় ভয়াবাহ সন্ত্রাসী হামলা

ই-বার্তা ডেস্ক।।  সোমবার বুরকিনা ফাসোর সেনাবাহিনী জানায়, দেশটির উত্তরাঞ্চলীয় মালি সীমান্তবর্তী এলাকায় জিহাদের হামলায় ১৪ বেসামরিক লোক নিহত হয়েছে।  সেখানে হামলার পর সেনা সদস্যরা উত্তরাঞ্চলীয় তিনটি প্রদেশে অভিযান চালালে ১৪৬ জঙ্গি নিহত হয়। 

উয়াগাদোগোতে জি৫ সাহেল শীর্ষ সম্মেলনের আগে এ জিহাদি হামলা চালানো হলো।  মালি সীমান্তবর্তী ইয়াতেনতা প্রদেশের কাইন শহরে চালানো এ হামলা দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা বলে জানানো হয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল লামোসা ফোফানা এক বিবৃতিতে বলেন, ‘কাইনে সন্ত্রাসী হামলায় ১৪ বেসামরিক লোক নিহত হয়েছে।  এ হামলার জবাবে জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত বানহ’র কাইন শহর ও বোম্বোরোর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। তিনটি এলাকায় স্থল ও বিমান হামলা চালানো হয়।  এতে ১৪৬ সন্ত্রাসী নিহত হয়।’

সেনাবাহিনী জানায়, অভিযানে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সামান্য আহত হয়েছে।  সন্ত্রাসীরা যে এলাকাগুলোতে হামলা চালিয়েছে, সেখানে অভিযান অব্যাহত রয়েছে।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু