বুড়িগঙ্গায় ট্রলার ডুবে নিখোঁজ ১, আহত ১৫

ই- বার্তা ডেস্ক।।   নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে বালুর ট্রলারের ধাক্কায় শ্রমিকবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ শ্রমিক আহত হয়েছেন।

গতকাল রোববার রাত সাড়ে ৯টায় ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় মাঝ নদীতে এ ঘটনা ঘটে।

আহতদের দাবি অনুযায়ী, ডুবে যাওয়া ট্রলারে অর্ধশতাধিক শ্রমিক ছিলেন। কতজন নিখোঁজ রয়েছেন তা তাৎক্ষণিক কেউ বলতে পারেননি। তবে অনেকেই সাঁতরে তীরে উঠেছেন।

এই ঘটনায় এমভি তাকওয়া নামের একটি ট্রলার জব্দ করেছে পুলিশ।

তীরে ওঠা শ্রমিক দেবরাজ দাস বলেন, ডুবে যাওয়া ট্রলারে আমরা অর্ধশতাধিক মাটি কাটার শ্রমিক ছিলাম। কুইচ্চামারা থেকে রাতে ট্রলারে নারী-পুরুষসহ অর্ধশতাধিক শ্রমিক পাগলার দিকে আসছিলাম।

রাত সাড়ে ৯টার দিকে পাগলার দিক থেকে আসা একটি বালু টানার খালি ট্রলার ধর্মগঞ্জ এলাকায় মাঝ নদীতে আমাদের ট্রলারে উঠিয়ে দেয়। এতে ট্রলার ডুবে গেলে সাঁতরে তীরে উঠি। প্রত্যেকেই মাথায় হাতে-পায়ে আঘাত পেয়েছেন। তবে এখন পর্যন্ত ক’জন নিখোঁজ, বলতে পারেননি দেবরাজ।

এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, আহতদের দাবি অনুযায়ী নদীতে সন্ধান চালাচ্ছে পুলিশ।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম