বৃষ্টি বিঘ্নিত গোলাপি ম্যাচে ৫ উইকেটে হার ভারতের

ই- বার্তা।।  অবশেষে ওয়ান্ডারার্সেই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে জয়ে ফিরল দক্ষিণ আফ্রিকা৷ কেপ টাউন ও সেঞ্চুরিয়নে প্রথম দু’টি ম্যাচ জিতে টেস্ট সিরিজের দখল নেয় প্রোটিয়ারা৷ জো’বার্গের তৃতীয় টেস্টে হার দিয়ে ব্যর্থতার ধারা শুরু প্রোটিয়াদের৷ পরে ওয়ান ডে সিরিজের প্রথম তিনটি ম্যাচে হারের মুখ দেখতে হয় মার্করামদের৷ সুতরাং টানা চারটি ম্যাচে কোহলিদের কাছে বিধ্বস্ত হন ডু’প্লেসিরা৷

ডারবান, সেঞ্চুরিয়ন ও কেপ টাউনে প্রথম তিনটি একদিনের ম্যাচ জিতে সিরিজ হারের সম্ভাবনা দূরে ছুঁড়ে ফেলে ভারতীয় শিবির৷ এই অবস্থায় বাকি তিনটি ওয়ান ডে প্রোটিয়াদের কাছে সিরিজ বাঁচানোর লড়াই হয়ে দাঁড়ায়৷ জো’বার্গের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয় তুলে নিয়ে আপাতত লড়াইয়ে টিকে থাকে দক্ষিণ আফ্রিকা৷

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৯ রান তোলে৷ শিখর ধাওয়ান শততম একদিনের ম্যাচে মাঠে নেমে দুরন্ত শতরান করেন৷ ধাওয়ান ১০৫ বলে ১০৯ রান করে আউট হন৷ তিনি ১০টি চার ও ২টি ছয় মারেন৷ বিরাট কোহলি ৮৩ বলে ৭৫ রান করেন৷ ধোনি ৪৩ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন৷

পাল্টা ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৭.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৩ রান তুললে বৃষ্টিতে বন্ধ থাকে খেলা৷ পুনরায় ম্যাচ শুরু হলে ডাকওয়ার্থ-লুইস নিয়মে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ দাঁড়ায় ২৮ ওভারে ২০২৷ ২৫.৩ ওভারে ৫ উইকেটে ২০৭ রান তুলে ম্যাচ জিতে যায় দক্ষিণ আফ্রিকা৷ মার্করাম ২২, আমলা ৩৩, ডুমিনি ১০, ডি’ভিলিয়ার্স, ২৬, মিলার ৩৯, ক্লাসেন অপরাজিত ৪৩ ও ফেলুকাওয়ো ৫ বলে অপরাজিত ২৩ রান করেন৷ভারতের হয়ে কুলদীপ দু’টি উইকেট নেন৷ একটি করে উইকেট বুমরাহ, পান্ডিয়া ও চাহালের৷ ম্যাচের সেরা হয়েছেন ক্লাসেন৷

 

ই বার্তা/ এ এস