বেতিসের বিপক্ষে ম্যাচেই মাঠে ফিরছেন মেসি

ই-বার্তা ডেস্ক।।  মাংসপেশীর চোটের কারনে মাঠের বাইরে আছেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। কিন্তু চোট কাটিয়ে দ্রুত মাঠে ফেরার আভাস দিচ্ছেন ফুটবলের এই ক্ষুদে যাদুকর। 

বুধবার সতীর্থদের সঙ্গে অনুশীলনে দেখা গেছে তাকে।  রিয়াল বেতিসের বিপক্ষে দলের পরবর্তী ম্যাচে খেলতে দেখা যেতে পারে তারকা এই ফরোয়ার্ডকে। ডান পায়ের মাংসপেশীর চোটের কারণে প্রাক মৌসুমের ম্যাচগুলোতে খেলতে পারেননি মেসি। খেলতে পারেননি লা লিগার নতুন মৌসুমে বার্সেলোনার প্রথম ম্যাচেও। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে ছাড়া ম্যাচটিতে আথলেতিক বিলবাওয়ের কাছে ১-০ গোলে হারে কাতালান ক্লাবটি।

এদিকে চোটের কারণে আক্রমণভাগ একেবারে নড়বড়ে বার্সেলোনার। চোটের কারণে এরই মধ্যে অন্তত পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ফরাসি ফরোয়ার্ড উসমানে দেম্বেলে। চোটে ভুগছেন উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেসও। 

এর মধ্যে মেসি অনুশীলনে ফেরায় আক্রমণভাগ নিয়ে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে। আগামী রোববার কাম্প ন্যুতে লা লিগার ম্যাচে বেতিসের বিপক্ষে মেসিকে মাঠে নামাতে পারেন ভালভার্দে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু