বেনাপোল সীমান্তে ভারতে প্রবেশকালে ১২ জন নারী-পুরুষ আটক

ই- বার্তা ডেস্ক।।   যশোরের বেনাপোল সীমান্তে বড়আচড়া (এম, পি) বাজার নামক স্থান থেকে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যাওয়ার কালে ৪ জন নারী ও ৮ জন পুরুষকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটককৃতদের বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানা এলাকায়।

বৃহস্পতিবার রাতে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যাওয়ার সময় ৪ জন নারী ও ৮ জন পুরুষকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি (বিজিবি) সদস্যরা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বেনাপোল (আই সি পি) ক্যাম্পের সুবেদার বাকিবিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যাওয়ার জন্য অনেক লোক বড়আচড়া (এম পি) বাজার নামক স্থানে অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল (আই সি পি) বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ১২ জন নারী-পুরুষকে আটক করা হয়।

তিনি আরো জানান,আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ