বেনাপোল সীমান্তে মাদকদ্রব্যসহ পাচারকারী আটক

ই- বার্তা ডেস্ক।।   যশোরের বেনাপোল সীমান্ত থেকে বুধবার (২৮শে আগষ্ট ) সন্ধ্যায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ৩ কেজি ৯শ” গ্রাম গাঁজা, ৪১ বোতল ফেনসিডিল ও ১৪ পিচ ইয়াবাসহ রকি (২২) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটক রকি বেনাপোল পোর্ট থানাধীন দিঘিরপাড় গ্রামের জামাল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান এনে তার নিজ বাড়িতে মজুদ করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পাচারকারী রকিকে নারিকেলের ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ভারতীয় ৩ কেজি ৯শ” গ্রাম গাঁজা, ৪১ বোতল ফেনসিডিল ও ১৪ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

যশোর ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. সেলিম রেজা বলেন, আটক পাচারকারীকে মাদকসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।

মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ