বেনাপোল সীমান্তে ২১৭ বোতল ফেনসিডিল সহ আটক ১

ই-বার্তা ।।  বেনাপোল সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে ২১৭ বোতল ফেন্সিডিলসহ ১যুবক আটক করেছে বেনাপোলের পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা।

৮ এপ্রিল দিনগত রাতে পুটখালী গ্রামের ভান্ডারীরমোড়র শিকড়ী বটতলা ও দৌলতপুর মাঠ থেকে এসব ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি।  এসময় বিবিজি ৯৫ বোতল ফেন্সিডিলসহ আল-আমিন নামে এক যুবককে আটক করে।

আটক আল-আমিন বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামের রহিম গাজীর ছেলে।  বিজিবি জানায়, গোপন  সংবাদের ভিত্তিতে সীমান্তের পুটখালী গ্রামের ভান্ডারীরমোড় এলাকায় অভিযান চালিয়ে আল-আমিন নামের এক যুবক কে ৯৫ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। অপর দুটি অভিযানে পরিত্যাক্ত অবস্থায় শিকড়ী বটতলা থেকে ১০০ বোতল ও দৌলতপুর মাঠ থেকে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।  ফেন্সিডিল সহ আটককৃত কে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল ইমরান উল্লাহ সরকার ফেন্সিডিল আটকের বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

মোঃ জসীম উদ্দীন, বেনাপোল প্রতিনিধি