বেলুচিস্তানে পুলিশ কমপ্লেক্সে জঙ্গি হামলায় নিহত ৪

ই- বার্তা ডেস্ক।।   আজ বুধবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে পুলিশের একটি আবাসিক ও প্রশিক্ষণকেন্দ্রে তালেবান জঙ্গিদের সন্ত্রাসী হামলায় তিন জঙ্গি এক পুলিশ সদস্য নিহত এবং পুলিশসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

কোমরে বোমা বেঁধে আত্মঘাতী হামলা করতে ওই কমপ্লেক্সে প্রবেশের সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে তিন জঙ্গির বন্দুকযুদ্ধ হয়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

এই বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আবদুল রেহমান লুনি গণমাধ্যমকে জানান, তিন জঙ্গি হামলা করতে ওই কমপ্লেক্সে ঢোকার সময় প্রবেশদ্বারে দায়িত্বরত পুলিশ সদস্যরা এক জঙ্গিকে গুলি করে হত্যা করেন। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই অপর দুই জঙ্গি কোমরে বিস্ফোরকবোঝাই বেল্টের সাহায্যে নিজেদের উড়িয়ে দেন। এ সময় পুলিশের আরও সদস্য আহত হয়েছেন।

তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। গত মাসেও ওই শহরে জঙ্গি হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তেহরিক-ই তালেবান, পাকিস্তান নামে একটি জঙ্গি সংগঠন ওই হামলার দায় স্বীকার করেছে।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম