বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আরও ২০ হাজার শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ

ই-বার্তা ডেস্ক।।   বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আরও ২০ হাজার  লক্ষ্য নির্ধারণ করেছে।

আগামী নভেম্বর পর্যন্ত সম্ভাব্য শূন্যপদের চাহিদা নেয়ার লক্ষ্যে জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে তথ্য চাওয়া হয়েছে। বর্তমানে প্রায় ৪০ হাজার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত আছে।

নিয়োগের  বিষয়টি নিশ্চিত করেছেন  এনটিআরসিএর চেয়ারম্যান এসএম আশফাক হুসেন। তিনি বলেন, তালিকা পাওয়ার পর তা যাচাই-বাছাই করা হবে। এরপর চলতি বছরের আগস্টে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন নেয়া হবে। সেপ্টেম্বরে ওই আবেদনের ওপর নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশের ব্যবস্থা করা হবে।

বর্তমানে সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০ হাজার শিক্ষকের শূন্যপদ পূরণে প্রক্রিয়া অব্যাহত রেখেছে এনটিআরসিএ । গত মাসে প্রার্থীদের কাছ থেকে আবেদন নেয়া হয়। প্রথম থেকে চৌদ্দতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলের ভিত্তিতে শিগগিরই নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করবে।

এনটিআরসিএ চেয়ারম্যান এসএম আশফাক হুসেন বলেন, এনটিআরসিএ প্রথমবার ২০১৬ সালে কেন্দ্রীয়ভাবে মেধার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করেছিল।এবার দ্বিতীয় দফায় শিক্ষক নিয়োগের আবেদন গ্রহণ শেষ হয়েছে। বর্তমানে তা যাচাই-বাছাই চলছে। চলতি মাসের মধ্যে যোগ্য প্রার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হবে। সেখানে কোন কোন প্রতিষ্ঠানে যোগ্য বলে বিবেচিত হয়েছে, তা উল্লেখ করা হবে। আশা করছি, আবেদনকারীদের মধ্যে নির্বাচিত প্রার্থীরা ফেব্রুয়ারিতে যোগদান করতে পারবেন। 

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম