বেড়েই চলেছে সৌদি বাদশাহ ও যুবরাজের দ্বন্দ্ব

ই-বার্তা ডেস্ক।।  ব্রিটিশ সাংবাদমাধ্যম গার্ডিয়ানের এক খবরে বলা হয়েছে, ইয়েমেন যুদ্ধসহ বেশকিছু ইস্যুতে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দ্বন্দ্ব চুড়ান্ত পর্যায়ে।  

গার্ডিয়ানের দাবি, ফেব্রুয়ারিতে বাদশাহের মিসর সফরকালে তার পরামর্শকেরা যুবরাজের ব্যাপারে তাকে সতর্ক করেছিলেন।  যুবরাজ যে কোনও পদক্ষেপ গ্রহণ করতে পারেন, এমন আশঙ্কা থেকে একান্ত অনুগত ৩০ জনকে বাদশাহ’র নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়।  সফর শেষে বাদশাহ ফেরার পর তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন না যুবরাজ মোহাম্মদ।  

খবরে বলা হয়, আলজেরিয়া ও সুদানের সরকারবিরোধী বিক্ষোভ ও ইয়েমেন যুদ্ধ নিয়ে বাদশাহ সালমানের সঙ্গে যুবরাজ মোহাম্মদের দ্বন্দ রয়েছে।  বিরোধীদের ওপর শুদ্ধি অভিযান চালিয়ে যুবরাজ অভ্যন্তরীণভাবে নিজের ক্ষমতাকে সুসংহত করেছেন।  তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর যুবরাজ একটু চাপের মুখে রয়েছেন।  পশ্চিমা বিভিন্ন গোয়েন্দা সংস্থা হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে যুবরাজকে সন্দেহ করছে।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু