বেড়েছে আন্তর্জাতিক রুটে ব্যয়

ই-বার্তা ডেস্ক।।  ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের আকাশসীমা বন্ধ ঘোষণা করায় ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দায় যেতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অতিরিক্ত এক ঘণ্টা সময় লাগছে। আগে যেখানে ৬ ঘণ্টা ২০ মিনিটে জেদ্দা পৌঁছানো যেত সেখানে সময় লাগছে প্রায় ৭ ঘণ্টা ২০ মিনিট।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এ কারণে বাড়তি জনবল ও জ্বালানি ব্যয়ও বেড়েছে আন্তর্জাতিক ফ্লাইটগুলোতে। তবে এর প্রভাব এখনো যাত্রীদের ওপর পড়েনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুধু জেদ্দা নয়, লন্ডন, দাম্মাম, কুয়েত, দোহা যেতেও পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করা হয়। সম্প্রতি আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত।

এরপর নিরাপত্তার কারণ দেখিয়ে ২৬ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহার বন্ধ করে বাণিজ্যিক এয়ারলাইন্সগুলোর জন্য। এ জন্য পাকিস্তানের কয়েকটি এয়ারলাইন্সও তাদের ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়। এতে এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে অনেক যাত্রী আটকা পড়েন। থাই এয়ারওয়েজ, এমিরেটস ও কাতার এয়ারওয়েজের অনেক ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা দিয়ে যায়। সেটি বন্ধ হওয়ায় ফ্লাইট বাতিল করতে বাধ্য হন তারা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেও সে প্রভাব পড়েছে।

বিমান সূত্রে জানা গেছে, ফ্লাইটের সময় বেড়ে যাওয়ায় শিডিউলে বিরূপ প্রভাব পড়ছে। ফ্লাইট শিডিউল আগে নির্ধারিত হলেও বর্তমান পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে পৌঁছানো যাচ্ছে না গন্তব্যে। ফলে একটি উড়োজাহাজ এক ফ্লাইট শেষ করে অন্য ফ্লাইটে যেতে লাগছে বাড়তি সময়। পাকিস্তানের আকাশসীমা বন্ধ হওয়ায় দাম্মাম যেতে ৫ ঘণ্টা ৫০ মিনিটের বদলে লাগছে ৬ ঘণ্টা ৩০ মিনিট, কুয়েত যেতে ৬ ঘণ্টা ১৫ মিনিটের বদলে লাগছে ৭ ঘণ্টা, দোহা যেতে ৫ ঘণ্টা ৩০ মিনিটের বদলে লাগছে ৬ ঘণ্টা ১৫ মিনিট, লন্ডন যেতে ১০ ঘণ্টা ৪৫ মিনিটের বদলে লাগছে ১২ ঘণ্টা।

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া