বৈশাখে বাজারে ‘ডানা কাটা পরী’ শাড়ি

ই-বার্তা।।  ‘রক্ত’ ছবিতে ‘ডানাকাটা পরী’ শিরোনামের একটি গানে ঝড় তুলেছিলেন পরীমণি। এই এক গানই নানা রেকর্ডের সৃষ্টি করে। এখনো বিয়ে বাড়িসহ নানা অনুষ্ঠানে গানটি সমান জনপ্রিয়তা ধরে রেখেছে।

বাঙালির প্রাণের উৎসব বৈশাখে এই নামে শাড়িও বাজারে এসেছে। লাল-সাদা রঙ আর বৈশাখ যেন অবিচ্ছেদ্য। সেই লাল-সাদা শাড়িতেই বড় বড় অক্ষরে লেখা ‘আমি ডানাকাটা পরী’। বাজারে বিভিন্ন শাড়ির সঙ্গে এ শাড়িও প্রদর্শনীতে রেখেছেন ক্রেতারা।

‘স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে/প্রেমের ছড়াছড়ি/হায়রে কি যে করি/আমি ডানাকাটা পরী’ এমন কথায় গানটির সুর করেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন বলিউডের কনিকা কাপুর। ‘ডানা কাটা পরী’র নৃত্য পরিচালনা করেছেন বাবা যাদব। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘রক্ত’ ছবিটি মুক্তি পায় ২০১৬ সালে।