বোলিং আক্রমণে বৈচিত্র আনতে আলোচনায় তাসকিন

ই-বার্তা ডেস্ক।।  সম্পূর্ণ ফিট না থাকায় বিশ্বকাপ দলে জায়গা হয়নি তাসকিন আহমেদের।  তার জায়গায় বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন কোনো ওয়ানডে না খেলা পেসার আবু জায়েদ রাহী।

এক মাস পার না হতেই বদলে যাচ্ছে দৃশ্যপট।  বিশ্বকাপ দলের আলোচনায় ফিরেছে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে সুযোগ পাওয়া তাসকিনের নাম।  আর কোপ পড়তে যাচ্ছে রাহীর উপর।  টিম ম্যানেজমেন্ট এমন কিছুই চূড়ান্ত করে ফেলেছে বলে খবর ছড়িয়েছে গতকাল। 

গতকাল বিকালে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, রাহীকে বাদ দেয়ার সিদ্ধান্ত হয়নি এখনো।  তবে স্পষ্ট করে বলেছেন, এখনও সম্ভাবনা আছে তাসকিনের।  আর পেস আক্রমণে বৈচিত্র্য আনতেই নাকি টিম ম্যানেজমেন্ট চাইছে দ্রুতগতির এই পেসারকে। 

বাংলাদেশ দলের ১৫তম জায়গাটা নিয়ে ভাবছে বিসিবি।  আগামী ২২ মে পর্যন্ত বিশ্বকাপ দলে কোনো কারণ ছাড়াই পরিবর্তন আনা যাবে।  আইসিসির এই সুযোগটা কাজে লাগানোর চিন্তা আছে বিসিবিরও। 

তাসকিনকে নেয়া, রাহীকে বাদ দেয়ার প্রসঙ্গে গতকাল বিসিবি সভাপতি বলেছেন, ‘এটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।  সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমন কোনো সিদ্ধান্ত আমরা নেইনি।’

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল দুপুরে আয়ারল্যান্ড থেকে তাসকিন-রাহীকে নিয়ে বলেছেন, ‘এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।  আমরা ১৫ জনকে নিয়েই বিশ্বকাপে যাব।  তাসকিন-রাহীকে নিয়ে যে আলোচনাটা হচ্ছে এটা ঠিক নয়।’

বোর্ড সভাপতি বলেছেন, ‘আমাদের যে চারজন পেসার আছে—মাশরাফি, মুস্তাফিজ, রুবেল এবং আবু জায়েদ রাহী।  এদের সবার উচ্চতা, পেস প্রায় কাছাকাছি। রুবেল হয়তো একটু জোরে বোলিং করে। সবার বোলিংয়ের ধরন প্রায় একই।  এখানে যদি বৈচিত্র্য চান, ওরা মনে করছে তাসকিন হতে পারে একটা বৈচিত্র্য।  ওর উচ্চতা, গতি, বাউন্সার ও ইয়র্কার দেওয়ার সামর্থ্যে টিম ম্যানেজমেন্ট মনে করছে, তাসকিন ভালো একটা বিকল্প হতে পারে।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু