বোল্টের নৈপূন্যে ভারতকে হারালো নিউজিল্যান্ড

ই-বার্তা ডেস্ক।।  পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল ভারত।  তাই এদিন হ্যামিল্টনে চতুর্থ ম্যাচে মাঠে নামার আগে বিশ্রাম দেয়া হয় বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ও সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। 

আর সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগালো নিউজিল্যান্ড।  বোল্টের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৯২ রানে অল আউট হয় ভারত। 

বৃহস্পতিবার সকালে টস জিতে ভারতকে ব্যাটিংয় করতে পাঠান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান ভালো শুরুরই আভাস দিচ্ছিলেন।  তবে ২১ রানে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে ফিরে যান ধাওয়ান।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো ভারতের মাত্র ১৯ রানের মধ্যে ৬ উইকেট তুলে নেন বোল্ট ও কলিন ডি গ্র্যান্ডহোম।  শেষদিকে যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদবের ব্যাটিংয়ে ভর করে ৯২ রানের পুজি পায় ভারত।  ১০ ওভার বল করে ২১ রান খরচায় বোল্ট একাই তুলে নেন ৫ উইকেট। 

জবাবে মাত্র ১৪.৪ ওভারে ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু