ব্যবহারে বিনয়ী হতে বললেন পুলিশকে আইজিপি

ই-বার্তা ডেস্ক।। পুলিশের সবাইকে ব্যবহারে বিনয়ী হওয়ার তাগিদ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বিশেষ করে সড়কে আইন প্রয়োগে কর্মকর্তাদের বিনয়ী ব্যবহার করতে বলেছেন তিনি।

ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে ট্রাফিক সচেতনতামূলক পক্ষ-২০১৯ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এমন আহ্বান জানিয়ে পুলিশ প্রধান বলেন, সড়কে আইন প্রয়োগে পুলিশকে বিনয়ী ব্যবহার করতে হবে।

আইজিপি বলেন, সড়কে আইন প্রয়োগ করতে গেলে অনেকেই পুলিশ কর্মকর্তাদের কাছে নিজের পরিচয় দেন এবং বদলির হুমকি দেন। তবে আমি আশ্বস্ত করছি এর জন্য কোনও কর্মকর্তা বদলি হবেন না। তবে পুলিশের সবার ব্যবহার বিনয়ী হতে হবে।

ট্রাফিক শৃঙ্খলা একটি সভ্য জাতির প্রতীক মন্তব্য করে এই স্লোগান নিয়ে সবাইকে সচেতন করার জন্য লক্ষ্যে ট্রাফিক সচেতনতামূলক পক্ষ শুরু হয়েছে বলে জানান জাবেদ পাটোয়ারী।