ব্যাংক জালিয়াতির মামলায় ট্রাম্পের সাবেক সহযোগীর কারাদন্ড

ই-বার্তা ডেস্ক।।  কর ফাঁকি এবং ব্যাংক জালিয়াতির মামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের সাবেক ব্যবস্থাপক পল ম্যানাফোর্টকে ৪৭ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।  পাশাপাশি ৫০ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে।   

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইউক্রেনে রাজনৈতিক পরামর্শক হিসেবে কাজ করে পাওয়া কয়েক কোটি ডলারের তথ্য গোপন করার অভিযোগে ভার্জেনিয়ার জেলা আদালতের বিচারক টিএস এলিস বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।  গত বছরের আগস্ট মাসে কর ফাঁকি, ব্যাংক জালিয়াতি এবং বিদেশি ব্যাংক হিসাবের তথ্য দিতে ব্যর্থ হওয়ায় ম্যানাফোর্টকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। 

ডোনাল্ড ট্রাম্পকে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী করতে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়।  সে তদন্তের সূত্র ধরেই ম্যানাফোর্টের অপরাধের তথ্যগুলো বেরিয়ে আসে।  

৬৯ বছর বয়সী ম্যানাফোর্ট ছিলেন ট্রাম্পের বিশ্বস্ত মানুষদের একজন।  পরে দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক মাস আগে ট্রাম্পের প্রচার শিবিরের চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে দেন। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু