ব্যার্থতার দায়ে ফিনল্যান্ড সরকারের পদত্যাগ

ই-বার্তা ডেস্ক।।  শুক্রবার (০৮ মার্চ) সংবাদ সম্মেলনের আয়োজন করে পদত্যাগের ঘোষণা দেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী জুহা সিপিলা।

এসময় তিনি বলেন, এ ব্যর্থতার দায়ভার আমার। এটি আমার কাছে ব্যাপক হতাশার ব্যাপার।

ফিনল্যান্ডে সামাজিক ও স্বাস্থ্যখাতের পুনর্গঠন করতে ব্যর্থ হওয়ায়ই মূলত এই পদত্যাগ।

প্রধানমন্ত্রী বলেন, সামাজিক ও স্বাস্থ্যখাতের পুনর্গঠনটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রকল্প ছিল।

জুহা সিপিলার পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো। তবে পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ক্ষমতায় ঠিকই থাকবেন জুহা। আসছে ১৪ এপ্রিল দেশটির সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, সরকারি দলের পদত্যাগের ফলে আসন্ন নির্বাচনে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে দেশটির বিচার বিষয়ক মন্ত্রণালয়।

তবে গত বছরে অভিবাসন নীতি নির্ধারণ নিয়ে অভ্যন্তরীণ বিতর্কের জেরে জোটটি দু’দলে বিভক্ত হয়ে গেছে।

অন্যদিকে, এ বছরেরই জুলাইয়ের ১ তারিখে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে ফিনল্যান্ডের।

ই-বার্তা/ মাহারুশ হাসান