“ব্রাজিলের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়া বেআইনি”

ই-বার্তা ডেস্ক।।  ফিলিস্তিনী রাষ্ট্রদূত বলেছেন, ব্রাজিলের দূতাবাস ইসরায়েলের তেলআবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেয়া বেআইনি পদক্ষেপ। তিনি বলেন, ফিলিস্তিনী জনগণের ওপর একটি বড় আঘাত এবং আন্তর্জাতিক আইনের লংঘন।

রাষ্ট্রদূত আলজাবেন বলেন, ‘কোন দেশের দূতাবাস জেরুজালেমে স্থানান্তর আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লংঘন ও ফিলিস্তিনী জনগণের ওপর বড় আঘাত।’

মঙ্গলবার ফিলিস্তিনী রাষ্ট্রদূত একথা বলেন। ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারো ইসরাইলে রাষ্ট্রীয় সফরে যাওয়ার কয়েকদিন আগে ফিলিস্তিনী রাষ্ট্রদূত ইব্রাহিম আলজাবেন এমন মন্তব্য করলেন।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দিয়েছেন।

ই-বার্তা/ মাহারুশ হাসান