ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডারে গাঁজা, আটক ২

ই- বার্তা ডেস্ক।।   ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ৩৫ কেজি গাঁজা আটক করেছে পুলিশ। এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

আজ সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজা থেকে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আলমগীর মিয়া (৩৬) ও জামাল মিয়া (২৫) নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়।

পুলিশ সুত্রে জানা গেছে, মাধবপুর থেকে মাইক্রোবাসে করে ঢাকায় মাদক পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজায় অবস্থান নেয়। পরে একটি মাইক্রোবাস আটক করে তল্লাশি চালিয়ে গ্যাস সিলিন্ডারে লুকিয়ে রাখা ১৫ কেজি ও মাইক্রোবাসের বডির নিচে লুকিয়ে রাখা আরও ২০ কেজি গাঁজা উদ্ধা করা হয়। এ ঘটনায় মাইক্রোবাস চালক আলমগীর ও আরোহী জামালকে আটক করেছে পুলিশ।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম