ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজির দায়ে যুবলীগ নেতা গ্রেফতার

ই- বার্তা ডেস্ক।।   ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চাঁদাবাজির দায়ে মো. নজরুল ইসলাম নামে যুবলীগের এক সাবেক নেতাকে আটক করেছে পুলিশ। বর্তমানে ওই নেতাকে ছাড়াতে চলছে প্রভাবশালীদের তদবির।

আজ বৃহস্পতিবার রিকশা ও অটোরিকশা থেকে চাঁদা তোলার দায়ে তাকে গ্রেফতার করা হয়।

মো. নজরুল ইসলাম উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক। জিপির নামে বেশ কিছুদিন যাবত চাঁদা তোলায় রিকশা ও অটোরিকশা শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিল করে। তারা এ চাঁদাবাজির ঘটনায় উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক ফুরকান মৃধার বিরুদ্ধে শ্লোগান দেয়। যদিও ফুরকান মৃধা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।

পুলিশ সুত্র ঠেকে জানা গেছে, বৃহস্পতিবার মো. নজরুল ইসলাম পৌরসদর এলাকার বিভিন্ন রাস্তার মোড়ে রিকশা ও অটোরিকশা থেকে জিপির নামে ১০ টাকা করে চাঁদা তুলছিলেন। এ সময় শ্রমিকরা জড়ো হয়ে থানার সামনে বিক্ষোভ শুরু করে। পরে নবীনগর থানার ওসি রনোজিত রায় থানায় শ্রমিকদের নিয়ে একটি বৈঠক করেন। চাঁদাবাজিতে শ্রমিকলীগ ও যুবলীগ নেতার জড়িত থাকার কথা উঠে আসলেও গ্রেফতার হয় নজরুল ইসলামকে। তাকে ছাড়াতে বাজার কমিটির নেতারা থানায় তদবির চালাচ্ছেন।

এই বিষয়ে ওসি রনোজিত রায় বলেন, গ্রেফতারকৃত ওই নেতাকে আদালতে পাঠানো হবে।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম