ব্রেক্সিট বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ই-বার্তা ডেস্ক।।  ব্রেক্সিট বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।  তবে তিনি এজন্য পার্লামেন্টকে দায়ী করেছেন।   

প্রধানমন্ত্রী বরিস জনসন নিজ কনজারভেটিভ দলের এমপিদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, অনেক এমপি আমাকে ভোট দিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়ন থেকে ৩১ অক্টোবরের মধ্যে ব্রিটেনকে বের করে আনতে। কিন্তু আমি সেটা পারিনি। এই ঘটনা খুবই দুঃখজনক। 

একটি মিডিয়াকে দেওয়াকে সাক্ষাত্কারে তিনি বলেন, এটা দুঃখজনক হলেও সবাই জানে কেন এটা ঘটেছে। সরকার এবং বিরোধী দলের সঙ্গে মতপার্থক্যের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

এদিকে নাইজেল ফারাজ জানিয়েছেন, আগামী পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হবেন না তিনি। এর চেয়ে বরং দলের হয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের ব্রেক্সিট চুক্তির বিরুদ্ধে দেশব্যাপী প্রচারণা চালাবেন। ফারাজ বলেন, পার্লামেন্টে যাওয়ার চেয়ে দেশের স্বার্থে ব্রেক্সিট চুক্তির ব্যাপারে সারাদেশে প্রচারণা চালানো প্রয়োজন।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু