বড় ম্যাচের আগে ইনজুরিতে মোসাদ্দেক

ই-বার্তা ডেস্ক।।    বড় ম্যাচের আগে ধাক্কা খেলো চিটাগাং ভাইকিংস। ইঞ্জুরির কারণে সামনের ম্যাচ গুলো মিস করতে পারেন তাদের ২৩ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

হাই ভোল্টেজ ম্যাচকে সামনে রেখে রোববার (৩ ফেব্রুয়ারি) দলের সাথে অনুশীলন করছিলেন মোসাদ্দেক। মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে সেই অনুশীলনের সময় নেটে ডক স্টিক থেকে ছুটে আসা বল মোকাবেলা করতে ব্যর্থ হন তিনি। লেগ সাইডে ফ্লিক করতে চাইলে ব্যাট ও বলের টাইমিং এক না হওয়ায় দ্রুতগতির বল আঘাত করে তার পায়ে।

আর এই আঘাতে মাটিতে বসে পড়েন মোসাদ্দেক। দলের সদস্যদের সহায়তায় এ সময় মাঠ ছেড়ে যেতে দেখা যায় তাকে।

মোসাদ্দেকের চোট ঠিক কতটা গুরুতর সেটি এখনও জানা যায়নি। তবে গুরুতর ইনজুরির শিকার হয়ে থাকলে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে তার মাঠে নামার আশা ক্ষীণই। ডান পায়ের গোড়ালিতে পাওয়া এই চোটের মাত্রা জানা যাবে এক্স-রে প্রতিবেদনের পর।

উল্লেখ্য,  রোববার বিকালেই মোসাদ্দেকের আক্রান্ত স্থানের এক্স-রে করানোর কথা ছিল।

ই-বার্তা/ মাহারুশ হাসান