ভবন ধসে নাইজেরিয়ায় চাপা পরেছে শতাধিক শিশু

ই-বার্তা ডেস্ক।।  নাইজিরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে বুধবার একটি প্রাথমিক বিদ্যালয় ভবন ধসে অজ্ঞাত সংখ্যক লোক নিহতের সাথে অন্তত ১০০ জন শিশু চাপা পরেছে বলে জানা গেছে।চ

আটটি শিশুকে ১০ জনকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। উদ্ধারস্থলে হাজার হাজার লোক জড়ো হয়েছেন। আর কর্মীরা শাবল দিয়ে ইট-পাথরের খোয়া সরিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহীম ফেরিনরয় বলেন, ভবনের ভেতর শিশুসহ বহু লোক আটকা পড়েছেন। তবে হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি।

স্থানীয়রা বলেন, অন্তত ১০০ শিশু স্কুলে উপস্থিত হয়েছিলেন। তারা ভবনের তৃতীয়তলায় ক্লাস করছিলেন।

উল্লেখ্য, নাইজিরিয়ায় ভবন ধসের ঘটনা অহরহ। দুর্বল অবকাঠামো সামগ্রী ও নিয়মনীতির শীথিলতার কারণেই এমনটা ঘটছে। ২০১৬ সালে উত্তর-পূর্ব নাইজিরিয়ায় ভবন ধসে শতাধিক লোক নিহত হয়েছিলেন।

ই-বার্তা/ মাহারুশ হাসান