ভাঙতে শুরু করেছে মমতার তৃণমূল কংগ্রেস

ই-বার্তা ডেস্ক।।  লোকসভা নির্বাচনে খারাপ ফলের পর ভাঙন ধরতে বসেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসে।  বিজেপি বলছে, মমতার দলের এমএলএদের মধ্যে অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন।

এখানে সদ্য জিতে আসা দুইজন এমপিও তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।  তালিকায় তৃণমূলের কয়েকজন মন্ত্রীও রয়েছেন বলে জানিয়েছে বিজেপি সুত্র। 

এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪২ আসনের মধ্যে ২২টি পেয়েছে তৃণমূল কংগ্রেস, বিজেপি পেয়েছে ১৮টি। বাকি দুটি পেয়েছে জাতীয় কংগ্রেস।  ঠিক ১০ বছর আগে ২০০৯ সালে পশ্চিমবঙ্গে বাম দুর্গ তছনছ করে ভারতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রে চলে এসেছিল তৃণমূল কংগ্রেস।  কিন্তু এবার পশ্চিমবঙ্গে ১৮ আসন পেয়ে আলোচনার কেন্দ্রে বিজেপি।

নির্বাচনের ফল ঘোষণার আগে থেকেই তৃণমূলের কয়েকজন নেতা বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন।  নরেন্দ্র মোদি নিজেও পশ্চিমবঙ্গে জনসভায় বলেছিলেন তৃণমূলের অন্তত ৪০ এমএলএ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। 

তৃণমূলের ওপর চাপ আরো বাড়িয়েছেন বিজেপি নেতা মুকুল রায়।  এক সময় মমতার ছায়াসঙ্গী মুকুল বিজেপিতে গিয়ে পশ্চিমবঙ্গে যেন বিজেপির জোয়ার তুলেছেন।  দুই থেকে এক লাফে ১৮ আসন পেয়ে গেছে তারা।  সেই মুকুল রায় বলেছেন, পশ্চিমবঙ্গ দখলে দুর্গা পূজোর আগে বড় চমক অপেক্ষা করছে।

বিজেপি সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের চেয়ে মাত্র তিন শতাংশ কম ভোট পেয়েছে বিজেপি।  তাদের উত্থান হয়েছে রকেট গতিতে। 

এদিকে রবিবার বিজেপি নেতা মুকুল রায় বলেন, লোকসভা নির্বাচনের ভিত্তিতে পশ্চিমবঙ্গে বিধানসভার ১২৪ আসনে এগিয়ে রয়েছে বিজেপি।  আরো প্রায় ৩০টি আসনে ব্যবধান এক শতাংশের কম।  বিজেপি সূত্রে জানা গেছে, এ কারণেই মূলত তৃণমূল নেতারা বিজেপিতে আসার আগ্রহ দেখাচ্ছেন।  তবে এখনই তাদের নাম প্রকাশ করা হচ্ছে না।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু