ভারতকে হারানো সম্ভবঃ মোসাদ্দেক

ই-বার্তা ডেস্ক।।  বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত বলেছেন, ভারতকে হারানো সম্ভব। তবে এ জন্য ইনিংসের শুরুতেই ভারতের টপঅর্ডারে ভাঙন ধরাতে হবে।   

গতকাল টিম হোটেলে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে মোসাদ্দেক বলেছেন, ‘টুর্নামেন্টের এমন একটা পর্যায়ে আমরা আছি যে ভারত বা কোনো টিম নিয়ে চিন্তাভাবনা করছি না। ভারত শক্ত প্রতিপক্ষ। আমরা স্বাভাবিক খেলাটা খেলতে পারলে ভালো কিছু হবে বলে আশা করি। আর উইকেট মনে হয় ব্যাটসম্যানদের সহায়ক হবে। সকালের দিকে একটু মুভমেন্ট থাকতে পারে। যদি আগে ফিল্ডিং করি চেষ্টা করবো ১০ ওভারের মধ্যে একাধিক উইকেট তুলে নেওয়ার।’

৫ দিনের বিশ্রাম শেষে আজ থেকে আবার অনুশীলনে নামছে বাংলাদেশ। পরের ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা এই দলটির সাথে আগামী মঙ্গলবার লড়াই করবে টাইগাররা। যাদের বিরুদ্ধে গত কয়েক বছরে অনেক বেদনার কাব্য সঙ্গী হয়েছে বাংলাদেশের। এই টুর্নামেন্টেও ভারত টপ ফেভারিট। আবার ম্যাচটিও বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে মাশরাফির দলকে জিততেই হবে ভারতের বিপক্ষে।  

বিশ্বকাপে নিজের পারফরম্যান্স বিষয়ে গতকাল মোসাদ্দেক বলেন, ‘আসলে ভালোর তো কোনো শেষ নেই। হয়তো আরেকটু ভালো করতে পারতাম। পেছনের কথা চিন্তা করে কোনো লাভ হবে না। সামনের কথা ভাবতে হবে। দুইটা ম্যাচ আছে সামনে। সেই দুইটা খেলা ভালোভাবে শেষ করতে চাই।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু