ভারতীয় কোটি মানুষের কণ্ঠস্বর এটি যা বুদ্ধিদীপ্ত এবং শক্তিশালীঃ রাহুল

ই-বার্তা ডেস্ক।।  কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী তার টুইট বার্তায় বলেছেন, কংগ্রেসের ইশতেহার আলোচনা করে তৈরি করা হয়েছে।ভারতীয় কোটি মানুষের কণ্ঠস্বর এটি যা বুদ্ধিদীপ্ত এবং শক্তিশালী।

এছাড়া বিজেপির ইশতেহারকে বিচ্ছিন্ন মানুষের কণ্ঠস্বর হিসেবে অভিহিত করেছেন তিনি। মঙ্গলবার এক টুইট বার্তায় এমন মন্তব্য করেন রাহুল। খবর এনডিটিভির।

সোমবার দিল্লিতে অবস্থিত বিজেপির সদর দফতরে নির্বাচনী ইশতেহার ‘সংকল্প পত্র’ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেসময় উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মতো শীর্ষ নেতারা।

উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল থেকে ভারতে লোকসভা নির্বাচন শুরু হবে।