ভারতীয় বাহিনীর হাতে কাশ্মীরি ২ যোদ্ধা নিহত

ই-বার্তা ডেস্ক।। ভারতীয় বাহিনীর হাতে অন্তত দুই কাশ্মীরি যোদ্ধা নিহত হয়েছে। পিটিআইয়ের বরাতে মঙ্গলবার তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক এ খবর জানায়।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, সোমবার রাতে দক্ষিণ পুলওয়ামা জেলায় ভারতীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছে। পিটিআই বলছে, একটি যানবহন তল্লাশিচৌকিতে নিরাপত্তারক্ষীদের ওপর গুলি চালানোর পর এ সংঘর্ষ শুরু হয়। পরে ভারতীয় বাহিনী ওই এলাকায় জঙ্গিদের ধরতে বড় ধরনের অভিযান চালায়। এদিকে কাশ্মীরের রাজধানী শ্রীনগরে গ্রেনেড বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন। পিটিআই বলছে, কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের কাছে এ বিস্ফোরণ ঘটনা ঘটেছে।

৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর থেকেই কাশ্মীরে চোরাগোপ্তা হামলার উত্তেজনার খবর আসছিল।রাজ্যটির সাত দশকের স্বায়ত্তশাসনের মর্যাদা তুলে নেয়া এবং জম্মু-কাশ্মীর ও লাদাখকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পর গত দুমাসের মধ্যে এই নিয়ে চারবার গ্রেনেড হামলা হল উপত্যকায়। আগস্ট মাসে শ্রীনগরের পারিমপোরা এলাকায় সন্ত্রাসীদের হাতে নিহত হন এক দোকানি। অনন্তনাগে জঙ্গিদের গ্রেনেড নিশানা করে দোকানিদের।