সেই পাইলটকে ফিরিয়ে দিচ্ছে পাকিস্তান

কুরেশির উদ্ধৃতি দিয়ে জিও টিভি বলেছে, “আটক ভারতীয় বৈমানিক অভিনন্দনকে ফিরিয়ে দিলে যদি সংঘাত এড়ানো যায় তাহলে আমরা তাকে ফিরিয়ে দিতে ইচ্ছুক।”

বুধবার পাকিস্তান ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান ভূপাতিত করার দাবি করার পর বিমানটির উইং কমান্ডার অভিনন্দনকে আটক করে।  অভিনন্দনের একটি ভিডিয়োও প্রকাশ করে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর ‘ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স’ (আইএসপিআর)।

এ ভিডিও প্রকাশের পর ভারত সরকার তাদের একজন আহত বৈমানিক পাকিস্তানের হাতে আটক হয়েছে উল্লেখ করে এক বিবৃতিতে তাকে দ্রুত এবং নিরাপদে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানায়।  এরপরই পাকিস্তানের এ প্রতিক্রিয়া এল।

ই-বার্তা / শাহাদাৎ ছৈয়াল