ভারতের বিপক্ষে মাহমুদউল্লাহ’র খেলা নিয়ে শঙ্কা

ই-বার্তা ডেস্ক।।  অনুশীলনে ফিরে হালকা ব্যাটিং শেষে চেষ্টা করেছেন দৌড়াতে। তবু মাহমুদউল্লাহ রিয়াদ ভারতের বিপক্ষে খেলতে পারবেন কি না, তা নিশ্চিত নয়।  

সাউদাম্পটনে আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সময় চোট পেয়েছিলেন মাহমুদউল্লাহ। খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিং করেন। পরে স্ক্যান শেষে ‘গ্রেড ওয়ান টিয়ার’ ইনজুরি ধরা পড়ে। ওই সময় ফিজিওরা তার খেলার ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন।

কিন্তু সেই আশ্বাস কাজে লাগছে না বলে ধারণা দলের সঙ্গে থাকা কর্মকর্তাদের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং ম্যানেজার খালেদ মাহমুদ সুজন দুজনই ইঙ্গিত দিয়েছেন মঙ্গলবার রিয়াদকে পাওয়া যাচ্ছে না।

লোয়ার-মিডলঅর্ডারে বাংলাদেশের অন্যতম ভরসা মাহমুদউল্লাহ। গত কয়েক বছরে তার ব্যাটে ভর করে একাধিকবার স্কোর বড় করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও দারুণ ব্যাট করেন। মুশফিকুর রহিমের সঙ্গে ৫৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। 

বাংলাদেশের বাঁচা-মরার ম্যাচে সেই তাকে পাওয়া নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে মিনহাজুল আবেদীন নান্নুর কথায়। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘আমার মনে হয় না সে এই অল্প সময়ের মধ্যে খেলার মতো ফিট হয়ে যাবে!’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু