ভারতের মহারাষ্ট্রে ১২ হাজারের বেশি কৃষকের আত্মহত্যা

ই-বার্তা।  ভারতের মহারাষ্ট্রে গত তিন বছরে ১২ হাজারের বেশি কৃষক আত্মহত্যা করেছেন।এক লিখিত প্রশ্নের জবাবে বিধানসভাকে এই তথ্য নিশ্চিত করেছেন রাজ্যের ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী সুবাস দেশমুখ।

তিনি জানান, জেলা পর্যায়ের বাছাই কমিটির অনুসন্ধানে দেখা গেছে আত্মহত্যা করা এসব কৃষকের ৬ হাজার ৮৮৮ জন সরকারি সহায়তা পাওয়ার যোগ্য ছিলেন। সারা বিশ্বেই কৃষকরা বিপন্ন।

তবে ভারতীয় কৃষকদের বিপন্নতা বর্ণনাতীত। ক্ষুদ্র কৃষকেরা সেখানে বাস করছেন দুর্যোগের কিনারায়। জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র খরা, বিপুল ঋণের বোঝা, কর্পোরেট বাজার ব্যবস্থার উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে টিকতে না পারায় আত্মহত্যাই সেখানকার কৃষকদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে।