ভারতের সঙ্গে প্রথাগত যুদ্ধে হেরে যাবে পাকিস্তানঃ ইমরান খান

ই-বার্তা ডেস্ক।।  পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছে, প্রথাগত যুদ্ধে ভারতের কাছে হেরে যাওয়ার সম্ভাবনা আছে পাকিস্তানের। সেক্ষেত্রে পরমাণু যুদ্ধের সম্ভাবনা বেশি।  

রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাত্কারে ইমরান খান বলেন, দুই পরমাণু শক্তিধর দেশ যখন প্রচলিত যুদ্ধে লড়াই করে তখন সেই যুদ্ধই শেষে গিয়ে পরমাণু যুদ্ধে পরিণত হয়। আল্লাহ যেন না করেন, যদি কেউ প্রচলিত যুদ্ধে হেরে যাওয়ার মুখে এসে দাঁড়ায়, তখন কোনো দেশকে হয় আত্মসমর্পণ করতে হয় অথবা স্বাধীনতার জন্য আমৃত্যু লড়তে হয়। 

তিনি আরও বলেন, আমি জানি, স্বাধীনতার জন্য পাকিস্তান মৃত্যু পর্যন্ত লড়াই করবে। আর যখন পরমাণু শক্তিধর দেশ এই লড়াই করে তখন তা ভয়ংকর হয়। সেজন্যই আমরা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক ফোরামে যাচ্ছি।

এছাড়া ইমরান খান জানিয়েছেন, যুদ্ধ এড়ানোর জন্য তাই পাকিস্তান জাতিসংঘের দিকে অগ্রসর হচ্ছে। সেইসঙ্গে কাশ্মীরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার সমাধানের জন্য আন্তর্জাতিক মহলের দিকে দৃষ্টি দিচ্ছে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু