ভারতের সাবমেরিন ঠেকানোর দাবি পাকিস্তানের, অস্বীকার দিল্লির

ই-বার্তা ডেস্ক।।  পাকিস্তানের জলসীমায় ভারতের একটি সাবমেরিন ঢোকার চেষ্টা করলে সফলতার সঙ্গে সেই প্রচেষ্টা নস্যাত্ করে দিয়েছে পাকিসস্তান।  এমনটাই দাবি করছে ইসলামাবাদ।  তবে নয়াদিল্লি ইসলামাবাদের এই দাবিকে ভিত্তি বলছে।  

পাকিস্তান নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, সোমবার রাতে ভারতের একটি সাবমেরিন তাদের জলসীমায় প্রবেশের চেষ্টা করে।  কিন্তু তারা সেটি ধরে ফেলেন।  এরপর জলসীমায় ঢুকতে দেওয়া হয়নি।  তার দাবি পাকিস্তান নৌবাহিনী এক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছে।  এ সংক্রান্ত একটি ভিডিও পাকিস্তান প্রচারও করেছে। 

এদিকে ভারতের নৌবাহিনী গতকাল এক বিবৃতিতে পাকিস্তানের দাবিকে মিথ্যা প্রচারণা বলে দাবি করেছে।  বিবৃতিতে পাকিস্তানের ভিডিওটি সাজানো গল্প এবং এর কোনো ভিত্তি নেই বলে জানানো হয়েছে।  ভারতের নৌবাহিনী তার জলসীমা রক্ষায় যথাস্থানে মোতায়েন রয়েছে।  আমরা পাকিস্তানে ঢোকার কোনো চেষ্টাই করিনি।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু