ভারতে আড়াই বছর কারাভোগের পর দেশে ফিরলেন ২৪ বাংলাদেশি যুবক

ই- বার্তা ডেস্ক।।   ভারতে আড়াই বছর কারাভোগের পর ভারতীয় পুলিশ ২৪ বাংলাদেশি যুবককে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ।

আজ শুক্রবার দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে।

পুলিশ সুত্রে জানা গেছে, ইমিগ্রেশন পুলিশের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। পরবর্তীতে বেনাপোল পোর্ট থানা কাগজপত্র যাচাই-বাছাই করে তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে রাইটস যশোর নামে একটি এনজিওর হাতে কাছে তুলে দেয় পুলিশ।

এই বিষয়ে ফেরত আসা হাবিবুর রহমান জানান, গত তিন বছর আগে ভালো কাজের প্রলোভনে তারা দালালের মাধ্যমে ভারতে যায়। ভারতের বেঙ্গালুরু শহরে যাওয়ার পর সেখানকার পুলিশের হাতে তারা আটক হয়। পরে পুলিশ তাদের জেলে প্রেরণ করে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের আড়াই বছর জেল দেয়। সাজার মেয়াদ শেষে তাদের দেশে ফেরত পাঠানো হয়। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ১১ জন কিশোর ও ১৩ জন যুবক রয়েছে। তাদের বাড়ি সাতক্ষীরা, যশোর, নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে।

এই ব্যাপারে বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ওসি আবুল বাশার জানান, তিন বছর আগে ভালো কাজের প্রলোভনে তারা দালালের মাধ্যমে ভারতে যায়। ভারতের বেঙ্গালুরু শহরে যাওয়ার পর সেখানকার পুলিশের হাতে তারা আটক হয়।

আড়াই বছর সাজার মেয়াদ শেষে ভারতের একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফেরার আনা হয়।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম