ভারতে তীব্র তাপপ্রবাহে ৪ জন নিহত

ই-বার্তা ডেস্ক।। ভারতের দিল্লি, রাজস্থানের চুরু, উত্তর প্রদেশের বান্দা ও এলাহাবাদে অস্বাভাবিক তাপমাত্রায় ৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন আরো একজনের অবস্থা আশঙ্কাজনক। এমন তাপমাত্রায় ব্যাহত হচ্ছে জনজীবন।

শহরগুলোতে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে দু’দিন আগেই। চুরুর তাপমাত্রা গত সপ্তাহেই ৫০ ডিগ্রি ছাড়িয়েছিল, যা স্বাভাবিকের চেয়ে ৮ ডিগ্রি বেশি। বান্দায় তাপমাত্রা ৪৯.২ ডিগ্রি, এলাহাবাদে ৪৮.৯ এবং দিল্লির তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস, যা জুনের হিসেবে সর্বোচ্চ।
২০১০ সাল থেকে এ পর্যন্ত ভারতে ৬ হাজারের বেশি মানুষ তাপপ্রবাহে মারা গেছে।

ই-বার্তা/ হাসিবুল করিম