ভারতে নির্বাচনের আগে সাম্প্রদায়িক দাঙ্গা!

ই-বার্তা ডেস্ক।।   মার্কিন গোয়েন্দা প্রধান (ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স) ড্যান কোটস ভারতে সাধারণ নির্বাচনের আগে সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার সম্ভাবনা প্রকাশ করেছে। হিন্দু জাতীয়তাবাদী শক্তি হিন্দু ভাবাবেগকে কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণীর চেষ্টা করলে আরও বাড়বে দাঙ্গার আশঙ্কা।

বুধবার ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশ হওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে পৃথিবীর কোথায় বিপদ লুকিয়ে আছে, তা নিয়েই এ প্রতিবেদন তৈরি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। ওই প্রতিবেদনেই উঠে এসেছে ভারতের প্রসঙ্গ।

সাধারণ নির্বাচনের আগে মে মাস পর্যন্ত ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাটি।

প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন কংগ্রেসের সিনেট সিলেক্ট কমিটিকে ড্যান কোটস জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় জনতা পার্টি হিন্দু ভাবাবেগকে ব্যবহার করার চেষ্টা করলে আগামী লোকসভা নির্বাচনের আগে ভারতে বাড়বে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা।’

পৃথিবীর বিপদ নিয়ে এ রিপোর্ট প্রকাশের আগে এফবিআই, সিআইএ এবং মার্কিন প্রতিরক্ষা বিভাগের গোয়েন্দা প্রধানও হাজির হয়েছিলেন মার্কিন কংগ্রেসের সিনেট সিলেক্ট কমিটির সামনে।

তাদের মধ্যে অন্যতম মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান জিনা হ্যাসপেল কিছু দিন আগেই ভারত সফর করে যুক্তরাষ্ট্রে ফিরেছেন।

নির্বাচনের পাশাপাশি ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়েও উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী মে মাস পর্যন্ত এই সম্পর্ক একদম তলানিতে পৌঁছবে বলেই আশঙ্কা মার্কিন গোয়েন্দাদের।

মার্কিন প্রতিবেদনে দাবি করা হয়েছে, সীমান্ত সন্ত্রাস, নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি, ভারতের নির্বাচন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে পাকিস্তানের আশঙ্কার কারণে মে মাস পর্যন্ত ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা থাকবে।

ই-বার্তা ডেস্ক/ মাহারুশ হাসান