ভারতে নয় , পাকিস্তানে শান্তির বার্তা নিয়ে সৌদি যুবরাজ

ই- বার্তা ডেস্ক।।   পাক-ভারত উত্তেজনার মধ্যেই সৌদি যুবরাজ  বিশেষ বার্তা নিয়ে পাকিস্তানে পৌঁছেন।  পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, আঞ্চলিক উত্তেজনা নিয়ে শান্তির জন্য পাকিস্তানের প্রতি সম্পূর্ণ সমর্থন দিয়েছে সৌদি আরব। 

বৃহস্পতিবার সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের পাকিস্তানে পৌঁছান।  এরপর তিনি প্রধানমন্ত্রী ইমরান খান ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশীর সাথে বৈঠক করেন।  তাদের মধ্যকার আলোচনায় ওঠে আসো পাকিস্তান-ভারত  সমস্যা।  সৌদি পররাষ্ট্রমন্ত্রী আল জোবায়েরকে পাক পররাষ্ট্র দফতরে স্বাগত জানান কোরেশী।  পরে বৈঠকে চলমান উত্তেজনা নিয়ে আলোচনা করা হয়।  এ ছাড়া অর্থনৈতিক, রাজনৈতিক এবং নিরাপত্তা নিয়েও আলোচনা করা হয়।

গত মাসে ভারতের যুদ্ধবিমান পাকিস্তানে ঢুকে বিমান হামলা চালায় এরপর আবার সীমান্ত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করলে পাকিস্তান ভারতের যুদ্ধবিমান ধ্বংস করে।

এ সময় ভারতীয় এক বিমানবাহিনীর পাইলটকে আটক করে পাকিস্তান।  পরে তাকে শান্তির শুভেচ্ছাদূত হিসেবে ছেড়ে দেওয়া হয়।

ই- বার্তা / আরমান হোসেন পার্থ