ভারতে পরিচ্ছন্নতাকর্মীর চাকরির জন্য আবেদন করলেন ৭ হাজার প্রকৌশলী

ই-বার্তা ডেস্ক।। পরিচ্ছন্নতাকর্মীর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটুর সিটি মিউনিসিপ্যাল করপোরেশন। আর তাতে আবেদন করেছেন সাত হাজার প্রকৌশলী।

যা দেখে রীতিমতো অবাক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া কর্তৃপক্ষ। পদ পরিচ্ছন্নতাকর্মী, ৫৪৯টি শূন্যপদে নিয়োগ দেয়া হবে। ভারতের তামিলনাড়ু রাজ্যের কোইমবাটোর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশের মাত্র তিন দিনেই আবেদন পড়েছে ৭ হাজার।

আবেদনকারীদের মধ্যে বেশির ভাগই প্রকৌশলবিদ্যায় উচ্চতর ডিগ্রি লাভ করেছেন। স্নাতক এবং ডিপ্লোমা কোর্স সম্পন্নরাও পরিচ্ছন্নতাকর্মী পদে চাকরির জন্য আবেদন করেছেন। গত ১০ বছর ধরে যারা পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন, কিন্তু এখনও নিয়মিত হতে পারেননি, তারাও আবেদন করেছেন। ভয়াবহ বেকারত্বের কারণে এ ধরনের ঘটনা ঘটেছে বলে মনে করছেন অনেকেই। গবেষকরা বলছেন, দেশটিতে পড়াশোনা শেষ করে মাসে মাত্র ছয় হাজার রুপি আয়ের একটা চাকরি জোটাতেই হিমশিম খাচ্ছে অনেকেই।