ভারতে পাকিস্তানের হাইকমিশনার প্রত্যাহার

ই-বার্তা ডেস্ক।।   কাশ্মীর হামালা ঘিরে ভারত-পাকিস্তান প্রতিবেশী দু’দেশের মধ্যে কূটনৈতিক চাপাচাপির ফলে দু’দেশের হাইকমিশনারকে একে অপরের ডাকাডাকি হয়ে গেছে ইতোমধ্যেই। এমনকি পাকিস্তানে ভারতের হাইকমিশনারকে ফিরিয়ে নিয়েছে নয়াদিল্লি। এবার এই উত্তেজনার মধ্যে ভারতে নিযুক্ত নিজেদের হাইকমিশনারকেও আলোচনার জন্য ইসলামাবাদে ফিরে যেতে বলেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ভারতনিয়ন্ত্রিত রাজ্যটির পুলওয়ামা জেলার অবন্তিপুর এলাকার গোরিপুরে ভয়াবহ জঙ্গি হামলায় দেশটির বিশেষায়িত বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪৪ সদস্য নিহত হন। এ ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ।

এ নিয়ে পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। হামলার পর দিন ভারতে তাদের হাইকমিশনারকে ডেকে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। এদিকে, পাকিস্তান বিষয়টি অস্বীকার করে আসছে। তারাও ওইদিনই পাকিস্তানে ভারতের হাইকমিশনারকে ডাকে ইসলামাবাদে। এই উত্তেজনাকর পরিস্থিতে এখন পাকিস্তানের হাইকমিশনার সোহেইল মাহমুদকে ফিরিয়ে নিচ্ছে দেশটি।