ভারতে প্রথম রোবট পুলিশ ‘কেপি-বট’।

ই-বার্তা ডেস্ক ।।  এই প্রথম ভারতে রোবট পুলিশ নিয়োগ হলো যার নাম ‘কেপি-বট’। কেরালা পুলিশ ডিপার্টমেন্টের টেকনোলজিক্যাল রিসার্চ এবং ডেভেলপমেন্ট সেন্টার এই রোবট বানিয়েছে।

পুলিশের প্রায় সব রকম অফিসিয়াল কাজকর্ম করে ফেলবে একাই। যেমন ধরুন, কাউকে গাইড করা, রিসিপশনে কে ঢুকছে বের হচ্ছে, তাদের নাম এন্ট্রি করা, পুলিশ কর্তাদের অ্যাপয়নমেন্ট ঠিক করা। এসবই একা সামলে নেবে কেপি-বট।

এমনকি কেপি-বটের মুখে ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা লাগানো রয়েছে। যা মুখের ছবি তুলে রাখতে সক্ষম।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, কেপি-বটের প্রযুক্তি আরও উন্নত করা হবে। ফলে দুষ্কৃতদের চিনে তাদের থানায় ঢোকা থেকে আটকাতেও সক্ষম হবে রোবট পুলিশ।

গত মঙ্গলবার দেশের প্রথম রোবট পুলিশের উদ্বোধন করেন কেরালার মুখ্যমন্ত্রী।

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া