ভারত পাকিস্তানকে সংযত হওয়ার আহ্ববান চিনের

ই-বার্তা ডেস্ক।।   পুলওয়ামা হামলার পর গত দুই সপ্তাহ ধরে চলা উত্তেজনা নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছে চীন। চলমান উত্তেজনা কমিয়ে আনতে ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

মঙ্গলবার নয়াদিল্লি এবং ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়ে বেইজিংয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘আমরা আশা করি ভারত আর পাকিস্তান উভয়ই সংযত হয়ে সমঝোতার চর্চা করবে। যা দেশ দুটির মধ্যে উত্তেজনা কমিয়ে একটা স্থিতিশীল পরিবেশ তৈরিতে সহায়ক। আর এর মাধ্যমেই তাদের দ্বি-পাক্ষিক সম্পর্কের উন্নয়ন ঘটবে।’

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে দুই দেশের প্রতি এমন আহ্বান জানিয়েছেন। পুলওয়ামাকাণ্ডের পরও মর্মান্তিক সেই হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল চীন।

উল্লেখ্য, পুলওয়ামা হামলার জেরে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে বিমান হামলা করেছে ভারত। মঙ্গলবার ভোরে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের বালাকোটে পুলওয়ামা হামলার দায়স্বীকারকারী পাকিস্তানভিত্তিক সশস্ত্র সংগঠন জইশ-ই-মোহাম্মদের ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালায়।

ই-বার্তা/ মাহারুশ হাসান