ভারত-পাকিস্তানকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল

ই-বার্তা ডেস্ক।।  যুক্তরাজ্যের দৈনিক ইন্ডিপেনডেন্টে এমনটাই দাবি করছেন খ্যাতনামা ব্রিটিশ সাংবাদিক রবার্ট ফিস্ক মনে করেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রমশ যে উত্তেজনা বাড়ছে সেই উত্তেজনা বাড়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইসরায়েলের।  

রবার্ট ফিস্কের মতে, নয়াদিল্লির উপর ইসরায়েলের প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।  দেশটির আসল লক্ষ্য উত্তেজনা তৈরি করে ভারতের কাছে আরও অস্ত্র বিক্রি করা।  প্রায় একই কথা বলছে ইসরায়েলী পত্রিকায়ও।  

ফিস্ক বলেন, ‘ভারতের হিন্দু জাতীয়তাবাদীদের মধ্যে বিরাজমান মুসলমান বিরোধী চেতনাকে পুঁজি করতে চাইছে ইসরায়েল।  নয়াদিল্লির কাছে আরও অস্ত্রশস্ত্র বিক্রির লক্ষ্য নিয়ে এমনটি করতে চাইছে তেলআবিব।  ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে এবং পাক-ভারত সম্পর্ককে আরও উত্তেজনার দিকে ঠেলে দিতেও তৎপর রয়েছে ইসরায়েল।’ 

পাক-ভারত সাম্প্রতিক সংঘর্ষে ইসরায়েলের প্রভাব স্পষ্ট ছিলো উল্লেখ করে  ফিস্ক বলেন, ‘ভারত-পাকিস্তান যুদ্ধ লাগলে সেটির ফলাফল নির্ধারণ করে দিতে পারে ইসরায়েল।’  মঙ্গলবার পাক ভূখণ্ডের ওপর চালানো হামলায় ইসরায়েলের তৈরি স্পাইস-২০০০ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথাও তুলে ধরেন ফিস্ক। 

 

২০১৭ সালে ইসরায়েলের অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ছিল ভারত।  ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে ৭০ কোটি ডলার ব্যয় করেছে ভারত। ফিলিস্তিন এবং সিরিয়ায় এই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে ইসরায়েল । 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু