ভালো শিক্ষকদের ক্লাস টিভিতে দেখানোর পরিকল্পনা হচ্ছে: শিক্ষামন্ত্রী

ই- বার্তা ডেস্ক।।   শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন যে,  ভালো শিক্ষকদের পাঠদান টিভিতে সম্প্রচারের ভাবনা সরকারের রয়েছে বলে।

আজ সোমবার সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্যঅধিবেশনে ডিসিরা ভালো শিক্ষকদের অতিথি করে প্রত্যন্ত অঞ্চলে পাঠানোর প্রস্তাব তুললে সরকারের এই ভাবনার কথা জানান তিনি।

দীপু মনি বলেন, নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানের ভালো ক্লাসগুলো যেন অন্য প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা পেতে পারে, সেজন্য একটি টেলিভিশন চ্যানেল খুলে তাদের ক্লাস সম্প্রচারের ভাবনা রয়েছে সরকারের।

তিনি বলেন, রাজধানীতে ভালো কিছু বিদ্যালয় শিক্ষকদের বিষয়ে অনেক সুনাম রয়েছে। (ডিসিদের) একটা প্রস্তাব আছে তাদেরকে অতিথি শিক্ষক হিসেবে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে।

দীপু মনি বলেন, ওই টিভির মাধ্যমে যারা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক আছেন, তারা অন্যদের শেখানোর পদ্ধতি থেকে উপকৃত হবেন। একই সঙ্গে শিক্ষার্থীও যে যেখানেই থাকুক, একই মানের শিক্ষকদের শিক্ষাদান, পাঠদানে তারা উপকৃত হবে।

তিনি আরও বলেন, বাংলা ও ইংরেজি পড়তে, লিখতে, বলতে ও শুনতে পারছে কিনা এবং গণিত, বিজ্ঞান, আইসিটি, মুক্তিযুদ্ধের ইতিহাসহ সাধারণ যে দক্ষতা অর্জন করা দরকার সেটুকু তারা যেন শিখতে পারে।

শিক্ষার্থীদের মূল্যবোধগুলো কথা উল্লেখ্য করে মন্ত্রী বলেন, আমরা শিক্ষার্থীদের মূল্যবোধগুলোর কথা বলছি। মূল্যবোধগুলো যেন শিক্ষার্থীদের মধ্যে প্রোথিত করে দিতে পারি। যেন তারা ভালো মানুষ হতে পারে, সুনাগরিক হতে পারে।