ভাষাশহীদ স্মরণে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার

ই-বার্তা ডেস্ক ।।   আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস কাল। দিনটিকে স্মরণ ও উদযাপন উপলক্ষে পূর্ন প্রস্তুত করা হয়েছে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার।

আজ (বুধবার) দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে বায়ান্নোর ভাষা আন্দোলনে নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

এরপর সাধারণ মানুষের ঢল নামবে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি।

ভাষা আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ঝকঝকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। মিনারের বলয় জুড়ে বাঁশের ব্যারিকেড স্থাপন করা হয়েছে। শহীদ মিনার প্রাঙ্গণে দেয়া হয়েছে সিসিটিভি ক্যামেরা। জানা যায়, শহীদ মিনারের চৌহদ্দি জুড়ে ধোয়ামোছা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রঙয়ের কাজ করা হয়েছে গত কয়েকদিন ধরে।

এছাড়াও ইতিমধ্যে পুলিশ-র‍্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছেন। শহীদ মিনারের সামনের রাস্তার বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রঙ-তুলির আচঁড়ে সাজিয়ে তুলেছেন ৫২’র মহান ভাষা আন্দোলন স্মরণে দেয়াল লিখন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় চার স্তরের নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সম্প্রতি নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে গণমাধ্যম কর্মীদের তিনি জানান, সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও সবকিছু মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সবাই যাতে নিরাপদে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেন সে জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। ২১ ফেব্রুয়ারি শহীদ মিনার এলাকায় ইউনিফর্ম পরিহিত পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীও নিয়োজিত থাকবে।

আজ (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শহীদ মিনার এলাকায় গাড়ি চলাচল বন্ধ থাকবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, নির্দিষ্ট প্রবেশপথ দিয়ে সবাইকে প্রবেশ করতে হবে। ভিআইপি ব্যক্তিরা মৎস্য ভবন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা কেন্দ্রের সামনে গাড়ি রেখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারবেন।

এদিকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে সংস্কৃতি মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এদিন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনসমূহে সঠিক নিয়ম ও মাপে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

ভাষাশহীদদের রূহের মাগফিরাতের জন্য আজিমপুর কবরস্থানে ফাতেহা পাঠ ও কোরআনখানির আয়োজনসহ দেশের সব উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন থাকবে।

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া