ভিআইপির জন্য ফেরির অপেক্ষা, অ্যাম্বুলেন্সে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

ই-বার্তা। ।  কাঁঠালবাড়ি ফেরিঘাটে ভিআইপির জন্য ফেরির অপেক্ষায় থাকায় অ্যাম্বুলেন্সে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মাদারীপুর জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম।

তিনি জানান, এ ঘটনায় ঘাট কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিলো কি না তা খতিয়ে দেখতে বলা হয়েছে তদন্ত কমিটিকে। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল ইসলামকে।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্র তিতাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছিলো। কিন্তু একজন যুগ্মসচিবের জন্য দীর্ঘ সময় অপেক্ষা থাকে ফেরিটি। এ সময় অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় ওই ছাত্রের।

তিতাসের মৃত্যুকে হত্যা দাবি করে এর বিচার চেয়েছেন তার পরিবার। একই দাবিতে নড়াইলের কালিয়ায় মানববন্ধন করেছেন পাইলট স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।