ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৫৫ জনের মৃত্যু

ই-বার্তা ডেস্ক।।  কিছুদিন আগেই ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৭০ জনের মৃত্যুর ঘটনা ঘটে। যার অধিকাংশই ছিল বাংলাদেশি। এবার আবারও ভূমধ্যসাগরে ৫৫ অভিবাসী প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে।    

রয়টার্সের এক খবরে বলা হয়েছে, ভূমধ্যসাগরে নৌকা ডুবে অনেক অভিবাসী প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার নৌকাটি ডুবে যায়। এক স্বেচ্ছাসেবী জানিয়েছেন, একটি কাঠের তৈরি নৌকা ডুবে গেলে মৃত্যুর ঘটনা ঘটে। উদ্ধার কাজ চলছে। নৌকাটিতে কত অভিবাসী প্রত্যাশী ছিলেন সেই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। 

চলতি বছরে এটা বড় দুর্ঘটনা বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। তবে রেড ক্রিসেন্টের সদস্য আব্দুল মেনাম আবে সায়েব জানিয়েছেন, নৌকাটির অভিবাসী প্রত্যাশীরা আফ্রিকার সাব সাহারা এলাকা থেকে এসেছিলেন এবং নৌকায় সাড়ে ৩শ’ যাত্রী ছিলেন। তার মধ্যে ১৩৪ জনকে উদ্ধার করা হয়েছিল। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু